গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর
চৌগাছা, যশোর।
স্মারক নং- ৩৪.০১.৪১১১.০০০.38.০04.25.69 তারিখ: 07/০4/২০২5খ্রি: ।
বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুব উন্নয়ন অধিদপ্তর যশোর জেলাধীন চৌগাছা
উপজেলা কার্যালয়ে ’টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং
পিপল অব বাংলাদেশ ( টেকাব 2য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মে/2025
খ্রি: হতে জুন/2025 খ্রি: পর্যন্ত 02 (দুই) মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কোর্স
অনুষ্ঠিত হবে ।
আগ্রহী প্রশিক্ষণার্থীগণকে আগামী 28/04/2025 খ্রি: তারিখের মধ্যে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো ।
. (সুভাষ চন্দ্র চক্রবর্তী)
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
চৌগাছা,যশোর।
ফোনঃ ০২৪৭৭৭৭১৫১৩
শর্তসমূহ:
01। প্রশিক্ষণার্থীকে কমপক্ষে এইচ.এস.সি পাশ যুব এবং এস.এস.সি পাশ যুব মহিলা হতে হবে ।
02। প্রশিক্ষণার্থীর বয়স 18-35 বৎসর হতে হবে ।
03। প্রশিক্ষণার্থীকে চৌগাছা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
04। আবেদনের সাথে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্র,সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং 02
(দুই)কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে দিতে হবে ।
স্মারক নং- ৩৪.০১.৪১১১.০০০.38.০04.25.69 তারিখ: 07/০4/২০২5খ্রি: ।
অনুলিপি সদয় অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলো:
01। প্রকল্প পরিচালক,টেকাব প্রকল্প ,যুব উন্নয়ন অধিদপ্তর,ঢাকা ।
02। উপজেলা নির্বাহী অফিসার, চৌগাছা,যশোর।
03। উপপরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তর,যশোর ।
04। অধ্যক্ষ, চৌগাছা ডিগ্রী কলেজ,মহিলা ডিগ্রী কলেজ,এ.বি.সি.ডি কলেজ, এস.এম.হাবিবুর রহমান কলেজ
,তরিকুল ইসলাম পৌর কলেজ, সলুয়া কলেজ,পাশাপোল আমজামতলা মডেল কলেজ,জি.সি.বি আদর্শ কলেজ,চৌগাছা কামিল মাদ্রাসা, চৌগাছা,যশোর। 05। চেয়ারম্যান------------------------------ইউনিয়ন/পৌরসভা, চৌগাছা,যশোর।
06। অফিস কপি ।
(সুভাষ চন্দ্র চক্রবর্তী)
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
চৌগাছা,যশোর।
ফোনঃ ০২৪৭৭৭৭১৫১৩