Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা পাবেন

ক) প্রশিক্ষণঃ

 

সেবার বিবরণ

সেবা গ্রহণকারী

প্রাপ্য সুবিধাদি

সেবা প্রাপ্তির শর্ত

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

সেবা প্রাপ্তির পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

ক.   অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪১টি ট্রেডে

(৭দিন - ২১দিন মেয়াদি)

বেকার যুবক ও যুব মহিলা

সহজেই আত্মকর্মসংস্থান /কর্মসংস্থানের সুবিধা

# ১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা ।

# শিক্ষাগত যোগ্যতা ৫ম/৮ম শ্রেণী পাশ ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে

হবে।

মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই।

৭- ২১ দিন

 

 

সেবার বিবরণ

সেবা গ্রহণকারী

প্রাপ্য সুবিধাদি

সেবা প্রাপ্তির শর্ত

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

সেবা প্রাপ্তির পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

ক.   প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ  ৩৩টি ট্রেডে

(১মাস-২মাস ১৫ দিনমেয়াদি)

বেকার    যুবক ও যুবমহিলা

সহজেই আত্মকর্মসংস্থান /কর্মসংস্থানের সুবিধা

# ১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা ।

# শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী-এইচ.এস.সিপাশ।

উপ পরিচালকের   কার্যালয়,যশোর

জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্র,যশোর

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার  কার্যালয়

কতপক্ষ বরাবরে আবেদন  করতে হবে।

মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই।

১মাস – ২মাস ১৫ দিন

 

খ) যুব ঋণঃ

সেবারবিবরণ

সেবা গ্রহণকারী

প্রাপ্য সুবিধাদি

সেবা প্রাপ্তির শর্ত

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

সেবা প্রাপ্তির পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

যুব ঋণ কর্মসূচি

১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্তহ বেন।

ঋণ প্রত্যাশিকে চৌগাছা উপজেলার বাসিন্দা হতে হবে।

আত্মকর্মসংস্থান প্রশিক্ষণের ধরণ ভেদে ঋণ প্রদান করা হয়।

সফলতার ভিত্তিতে ৩বার ঋণ প্রদান করা হয়।

ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৫% হারে সাভিস চাজ গ্রহণ করা হয়।

প্রকল্পের ধরণের উপর নিভর করে ১ম দফায় ১-৩ মাস গ্রেস পিরিয়ড প্রদানের সুযোগ রয়েছে।

প্রশিক্ষণ গ্রহণের ৩ বছরের মধ্যে প্রকল্প গ্রহণপুবক আবেদন করতে হবে।

ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মূল দলিল/হাল নাগাদ পচা ও দাখিলা জমা রাখতে হবে অথবা নিশ্চয়তাকারী যদি চাকুরিজীবী হন তাহলে তিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে ঋণ প্রত্যাশীর নিশ্চয়তাকারী হবেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

 সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক আবেদন করবেন।

যোগ্য বিবেচিত হলে ২০ টাকার বিনিময়ে নিধারিত আবেদন ফরম ক্রয় পূর্বক জমা প্রদান করতে হবে।

আবেদনকারী ও নিশ্চয়তাকারী ৩০০ টাকার ষ্ট্যাম্পে অংগীকারনামা দাখিল করবেন।

১ মাস

 

ঘ) যুব সং গঠন নিবন্ধনঃ

সেবারবিবরণ

সেবা গ্রহণকারী

প্রাপ্য সুবিধাদি

সেবা প্রাপ্তির শর্ত

সেবা প্রদানকারী কর্তৃপক্ষ

সেবা প্রাপ্তির পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

সংগঠন নিবদ্ধনকরণ কার্যক্রম

বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠন

যুব সংগঠন সমূহকে আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ।

নিবদ্ধনকরণ  জন্য নির্ধারিত ফরমে আবেদন করবে।

গঠনতন্ত্র ও কার্যনিবাহী কমিটি অনুমোদিত হতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর,যশোর।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

যেকোনসময়