ক) প্রশিক্ষণঃ
সেবার বিবরণ |
সেবা গ্রহণকারী |
প্রাপ্য সুবিধাদি |
সেবা প্রাপ্তির শর্ত |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
ক. অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪১টি ট্রেডে (৭দিন - ২১দিন মেয়াদি) |
বেকার যুবক ও যুব মহিলা |
সহজেই আত্মকর্মসংস্থান /কর্মসংস্থানের সুবিধা |
# ১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা । # শিক্ষাগত যোগ্যতা ৫ম/৮ম শ্রেণী পাশ । |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই। |
৭- ২১ দিন
|
সেবার বিবরণ |
সেবা গ্রহণকারী |
প্রাপ্য সুবিধাদি |
সেবা প্রাপ্তির শর্ত |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
ক. প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৩৩টি ট্রেডে (১মাস-২মাস ১৫ দিনমেয়াদি) |
বেকার যুবক ও যুবমহিলা |
সহজেই আত্মকর্মসংস্থান /কর্মসংস্থানের সুবিধা |
# ১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা । # শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী-এইচ.এস.সিপাশ। |
উপ পরিচালকের কার্যালয়,যশোর জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্র,যশোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় |
কতপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই। |
১মাস – ২মাস ১৫ দিন |
খ) যুব ঋণঃ
সেবারবিবরণ |
সেবা গ্রহণকারী |
প্রাপ্য সুবিধাদি |
সেবা প্রাপ্তির শর্ত |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
যুব ঋণ কর্মসূচি |
১৮ - ৩৫ বছরের বেকার যুবক ও যুবমহিলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্তহ বেন। ঋণ প্রত্যাশিকে চৌগাছা উপজেলার বাসিন্দা হতে হবে। |
আত্মকর্মসংস্থান প্রশিক্ষণের ধরণ ভেদে ঋণ প্রদান করা হয়। সফলতার ভিত্তিতে ৩বার ঋণ প্রদান করা হয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৫% হারে সাভিস চাজ গ্রহণ করা হয়। প্রকল্পের ধরণের উপর নিভর করে ১ম দফায় ১-৩ মাস গ্রেস পিরিয়ড প্রদানের সুযোগ রয়েছে। |
প্রশিক্ষণ গ্রহণের ৩ বছরের মধ্যে প্রকল্প গ্রহণপুবক আবেদন করতে হবে। ঋণ আবেদনকারীর পক্ষে নিশ্চয়তাকারীর জমির মূল দলিল/হাল নাগাদ পচা ও দাখিলা জমা রাখতে হবে অথবা নিশ্চয়তাকারী যদি চাকুরিজীবী হন তাহলে তিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার মাধ্যমে ঋণ প্রত্যাশীর নিশ্চয়তাকারী হবেন। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা |
প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক আবেদন করবেন। যোগ্য বিবেচিত হলে ২০ টাকার বিনিময়ে নিধারিত আবেদন ফরম ক্রয় পূর্বক জমা প্রদান করতে হবে। আবেদনকারী ও নিশ্চয়তাকারী ৩০০ টাকার ষ্ট্যাম্পে অংগীকারনামা দাখিল করবেন। |
১ মাস |
ঘ) যুব সং গঠন নিবন্ধনঃ
সেবারবিবরণ |
সেবা গ্রহণকারী |
প্রাপ্য সুবিধাদি |
সেবা প্রাপ্তির শর্ত |
সেবা প্রদানকারী কর্তৃপক্ষ |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
সংগঠন নিবদ্ধনকরণ কার্যক্রম |
বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠন |
যুব সংগঠন সমূহকে আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ। |
নিবদ্ধনকরণ জন্য নির্ধারিত ফরমে আবেদন করবে। গঠনতন্ত্র ও কার্যনিবাহী কমিটি অনুমোদিত হতে হবে। |
যুব উন্নয়ন অধিদপ্তর,যশোর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা |
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
|
যেকোনসময় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস